‘এখনো বিয়ে করিনি... অবশ্য একদিন সেটাও হবে’

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম চেয়ারম্যান ললিত মোদি।
গতকাল বৃহস্পতিবার রাতে সুস্মিতা সেনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।
মোদি তাই সবাইকে আবার জানাতে বাধ্য হয়েছেন যে, এখনো ৪৬ বছর বয়সী সুস্মিতার সঙ্গে সম্পর্কটা কাগজে-কলমে গড়ায়নি। তবে শিগগির এমন কিছু যে হতে পারে, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।
নতুন আরেকটি টুইটে তিনি বলেন, 'পরিষ্কার করেই বলি। আমরা এখনো বিয়ে করিনি। এখনো শুধু প্রেম করছি। একদিন অবশ্য সেটাও হবে।'
গতকাল বৃহস্পতিবার সুস্মিতা সেনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ললিত মোদি টুইটে বলেন, 'পরিবারের সঙ্গে দুর্দান্ত একটা সফর শেষে করে মাত্রই লন্ডনে ফিরলাম।' হ্যাশট্যাগ দিয়ে মালদ্বীপ ও সারদিনিয়া সফরের কথা জানান তিনি। সুস্মিতার সঙ্গে ছবি দিয়ে তিনি বলেন, 'সঙ্গে ছিল আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেন। অবশেষে নতুন জীবনের নতুন শুরু। আনন্দে ভেসে যাচ্ছি।'
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা সেন। ২ বছর পর ১৯৯৬ সালে 'দস্তক' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তারপর থেকে অভিনয়েই রয়েছেন। শেষ বার এমি মনোনীত 'আরিয়া' ওয়েবসিরিজে দেখা গিয়েছিল সুস্মিতাকে।
এর আগে মডেল রোহম্যান শলের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতা সেনের। ২০১৮ সালে ইনস্টাগ্রামে তার সঙ্গে সুস্মিতার পরিচয়। তবে গত বছর তাদের সে সম্পর্কে ছেদ ঘটে।
২০০০ সালে প্রথম কন্যা সন্তান রেনেকে দত্তক নেন তিনি। ২০১০ সালে সুস্মিতার পরিবারে আসে দ্বিতীয় কন্যা সন্তান আলিশা। সম্প্রতি একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে।
অন্যদিকে, ২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিযোগিতার রূপকার ছিলেন ললিত মোদি। পরে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্তের মধ্যেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি, সেই থেকে লন্ডনে আছেন।
ললিত মোদি এর আগে ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। ২০১৮ সালে মিনাল ক্যান্সারে মারা যান।
Comments