এফডিসির মাঠে শপথ নিলেন নবনির্বাচিত শিল্পীরা

ছবি:স্টার

বিএফডিসির মান্না ডিজিটালের খোলা মাঠে আজ রোববার শপথ নিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা।

বিকেল সাড়ে ৫টায় শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান এবং কার্যনির্বাহী সদস্য ফেরদৌস ও কেয়া শপথ নেন।

নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। তারপর ইলিয়াস কাঞ্চন বাকিদের শপথবাক্য পড়ান।

শপথ অনুষ্ঠানে নায়ক আলমগীর, খোরশেদ আলম খোসরু, অমিত হাসান, আপিল বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, নির্বাচন কমিশনের জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সবাইকে ফোন দিয়েছি। আসার জন্য অনুরোধ করেছি। ইলিয়াস কাঞ্চন ভাই ফোন দিয়েছেন অনেককেই। অঞ্জনা আপা, নাদির খান আসবেন আগামীতে এটুকু জানি।'

Comments

The Daily Star  | English
Interest rate on loans by sector

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

9h ago