কোরবানির সব টাকায় বন্যার্তদের পাশে দাঁড়াব: অনন্ত জলিল
সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। আজ বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেন দেশি সিনেমার জনপ্রিয় নায়ক-প্রযোজক অনন্ত জলিল।
আজ সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টা নিশ্চিত করেছেন তিনি।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'সিলেটের বন্যার ভয়াবহতার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা ২টা গরু কোরবানি দেবো।'
অনন্ত জলিল আরও জানান, কোরবানির বাকি টাকা নিয়ে তিনি বন্যার্তদের পাশে দাঁড়াবেন।
'শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে সিনেমা (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকে যে অর্থ আসবে সেই টাকা, এ সবকিছু নিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো', যোগ করেন তিনি।
আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিল অভিনীত 'দিন: দ্য ডে'।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।
আজ সন্ধ্যা ৭টায় 'দিন: দ্য ডে' সিনেমার ট্রেলার প্রকাশিত হবে।
Comments