এভাবে চলতে থাকলে ক্ষতির মুখোমুখি হবো: অনন্ত জলিল

‘বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না।’
অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক অনন্ত জলিল অভিনীত সিনেমা 'নেত্রী-দ্য লিডার' সিনেমার কয়েকদিনের শুটিং বাকি রয়েছে।

সিনেমায় অনন্তের বিপরীতে আছেন চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব এবং অনন্ত জলিল।

চিত্রনায়ক অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। এভাবে চলতে থাকলে ক্ষতির মুখোমুখি হবো। পাশাপাশি নেত্রী-দ্য লিডার সিনেমার বাকি অংশের শুটিং আগামী অক্টোবরে শেষের দিকে করবো। আশা করছি ডিসেম্বরে মুক্তি দিতে পারবো। কারণ, এই সিনেমার জন্য ডিসেম্বর মাস গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, 'আরেকটি নতুন সিনেমা "দোস্ত দুশমন" নিয়ে ডিএ তায়েব ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। বিস্তারিত বলার মতো জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। সময় হলে জানাবো।'

অনন্ত জলিল অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা 'কিল হিম'।

Comments