অভিনয়ে বাবুর প্রথম সম্মানী ৯৬০ টাকা

অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবি: স্টার

চলচ্চিত্র ও টেলিভিশনের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের জন্য প্রথমবার সম্মানী হিসেবে পেয়েছিলেন ৯৬০ টাকা।

৫ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া এই অভিনেতা সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে এক আলাপচারিতায় জানান, গত শতকের আশির দশকে কাজী আবু জাফর সিদ্দিকীর প্রযোজনায় 'মৃত্যুক্ষুধা' নাটকে অভিনয় করে এই টাকা পেয়েছিলেন তিনি। নাটকটিতে তিনি একজন মহাজনের চরিত্রে অভিনয় করেন।

এ প্রসঙ্গে বাবু বলেন, 'কী যে খুশি হয়েছিলাম সে সময়! খুব ভালো লেগেছিল। অভিনয় করেও যে টাকা পাওয়া যায়, তা জীবনে প্রথম বুঝেছিলাম।'

এছাড়া জার্মান কালচারাল সেন্টারের একটি মঞ্চ নাটকে অভিনয় করে ২০০ টাকা সম্মানী পাওয়ার কথাও জানান সময়ের মেধাবী অভিনেতা। বলেন, 'মঞ্চ নাটক করেও যে টাকা পাওয়া যায়, তা কল্পনা করিনি। জার্মান কালচারাল সেন্টারের নাটক বলেই হয়তো পেয়েছিলাম'।

বাবু সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ঘরে তুলেছিলেন 'শংখনাদ' চলচ্চিত্রে অভিনয় করে। এরপর 'মেয়েটি এখন কোথায় যাবে', 'গহীন বালুচর', 'ফাগুন হাওয়ায়' ও সর্বশেষ 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি।

বাবু বলেন, 'পুরষ্কার নিঃসন্দেহে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। যদিও পুরষ্কারের প্রত্যাশায় কোনো শিল্পীই অভিনয় করেন না। অভিনয় করেন ভালোবাসা থেকে । তারপরেও এতবড় সম্মান অবশ্যই শিল্পীকে প্রেরণা দেয়।'

অভিনয়ের ক্ষেত্রে সিনেমা ও চরিত্র বাছাইয়ে সাবধানী এই অভিনেতার ভাষ্য, 'আমি সব ধরনের সিনেমা করি না। একটু ভিন্ন ধরণের সিনেমা করি। যেসব সিনেমায় মেসেজ থাকে, দর্শকরা পরিবার নিয়ে দেখতে পারেন, যে সিনেমায় গল্পই নায়ক'।

চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে একাধিক টেলিভিশন নাটকেও অভিনয় করছেন বাবু। এ সপ্তাহে এম সাখাওয়াতের পরিচালনায় 'বীরাঙ্গনা ৭১' নামের একটি সিনেমার শ্যুটিং শেষ করেছেন। সম্প্রতি শেষ করেছেন মুশফিকুর রহমান গুলশান পরিচালিত অনুদানের চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'র শ্যুটিং। শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শ্যুটিংয়ের কাজ। শিগগির শুরু করবেন  'জামদানি' সিনেমার শ্যুটিং।

বাবুর বক্তব্য, 'অভিনয়ের প্রতি প্রত্যেক শিল্পীর দায়বদ্ধ থাকা উচিত। আমি সবসময় এই শিল্পের প্রতি দায়বদ্ধ থেকে অভিনয় করছি। যে কারণে সবরকম কাজ করি না।

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

2h ago