ঈদের একদিন আগেও শুটিং সেটে অপূর্ব
রাত পোহালেই ঈদ। তবে, এখনো শেষ হয়নি ঈদের নাটকের শুটিং। টিভি নাটকের জনপ্রিয় ও ব্যস্ত তারকা অভিনেতা অপূর্ব আজও শুটিং করছেন উত্তরার একটি হাউজে। নাটকটির নাম স্টোর রুম। পরিচালনা করছেন রুবেল হাসান।
অপূর্ব আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই নাটকের শুটিং আগেই করেছিলাম। কিছু কাজ বাকি ছিল। যেহেতু ঈদে প্রচার হবে, শুটিং না করলে পরিচালক ফেঁসে যাবেন। সেজন্য আজ শিডিউল দিয়েছি।’
স্টোর রুম নাটকের বিষয়ে অপূর্ব আরও বলেন, ‘গল্পটি বলতে চাই না। শুধু এটুকু বলব দর্শকরা ঠকবেন না এবং আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’
এদিকে অপূর্ব অভিনীত বেশ কয়েকটি নাটক এবারের ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ঈদে প্রচার হবে –শুভ+নীলা নামের একটি নাটক।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আরও একটি ঈদের নাটকে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটির নাম যদি কোনোদিন।
আরেক পরিচালক শিহাব শাহীনের পরিচালনায় দুটি ঈদের নাটকে অভিনয় করেছেন অপূর্ব। একটি নাটকের নাম রঙিলা ফানুস, অপর নাটকের নাম বিয়ে বিড়ম্বনা।
এছাড়া এবারের ঈদে অপূর্ব আরও যেসব নাটকে অভিনয় করেছেন- বিইউ শুভর পান্তা ভাতে ঘি, মহিদুল মহিমের শনির দশা, মেহেদী হাসান জনির কি কারণে, মাহমুদুর রহমান হিমির ত্রিকোণমিতি, ইমরাউল রাফাতের ডাকাতের বংশ, এস আর মজুমদারের মন দরিয়া, সঞ্জয় সমাদ্দারের শোকসভা।
অপূর্ব বলেন, ‘সব সময় চেষ্টা করি নিজেকে ভাঙার। একেক নাটকে আমাকে একেকভাবে দেখা যাবে। কোনোটার সঙ্গে কোনোটর গল্পের ও চরিত্রের মিল নেই।’
উল্লেখ্য, অপূর্ব অভিনীত এবং মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকটি গত কয়েক বছরের মধ্যে অন্যতম আলোচিত একটি নাটক ছিল।
Comments