ঈদে যুক্তরাষ্ট্রেই থাকছেন শাকিব খান

যুক্তরাষ্ট্রে শাকিব খান। ছবি: শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে নেওয়া
যুক্তরাষ্ট্রে শাকিব খান। ছবি: শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে নেওয়া

ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ৮ মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন।

গত বছরের নভেম্বরে সেখানে গেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডও পেয়েছেন।

ঈদের আগে দেশে ফেরার কথা থাকলেও ফিরছেন না তিনি।

দ্য ডেইলি স্টারকে শাকিব খান জানান, যুক্তরাষ্ট্রেই থাকছেন ঈদুল আজহায়। তবে ঈদের পর, চলতি মাসেই দেশে ফিরবেন শীর্ষ এই নায়ক।

ঈদুল আজহায় শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পাচ্ছেনা।

ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ছবি: ভেরিফায়েড পেজ থেকে নেওয়া
ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ছবি: ভেরিফায়েড পেজ থেকে নেওয়া

গত ১৭ বছর ধরে প্রতি ঈদুল আজহায় তার সিনেমা মুক্তি পেয়ে এসেছে। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল 'গলুই' সিনেমাটি। তার বিপরীতে ছিলেন পূজা চেরি।

 

Comments

The Daily Star  | English

Trump tells Zelensky US would help with Ukraine's security in a peace deal

Trump pressures Ukraine to compromise, warns against NATO aspirations

1h ago