শোবিজে বছরের আলোচিত ১০ ঘটনা

দেখতে দেখতে বছরের ছয় মাস শেষ হচ্ছে আজ। গত ছয় মাসে শোবিজে অনেক ঘটনা ঘটেছে। কেউ বিয়ে করেছেন, কারও বিচ্ছেদ হয়েছে, কারও ক্যারিয়ার চাঙা হয়েছে।
জানা যাক, চলতি বছরের ছয় মাসে শোবিজের আলোচিত ১০টি ঘটনা।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার
চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার দেশজুড়ে বেশ আলোচিত হয়। কিছুদিন আগে তিনি দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন। তারপর যেতে হয় কারাগারে। তার গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বয়ে যায়। গ্রেপ্তারের ৫২ ঘণ্টা পর তিনি কারাগার থেকে মুক্তি পান। উল্লেখ্য, চলতি বছর এই নায়িকার 'জ্বিন থ্রি' নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে।
আসাদুজ্জামান নূর ও মমতাজের গ্রেপ্তার
'বাকের ভাই' খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর এবং ফোক সম্রাজ্ঞী খ্যাত শিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। আসাদুজ্জামান নূর রাজনীতিতে আসার আগেই তারকা। অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। সিনেমাতেও অভিনয় করেছেন। 'বাকের ভাই' চরিত্রে অভিনয় তার জীবনের বড় ঘটনা। অয়োময়ের মীর্জা চরিত্র এবং নান্দাইলের ইউনুস চরিত্র দুটিও তাকে দিয়েছে দর্শকদের ভালোবাসা।
অন্যদিকে, মমতাজও রাজনীতিতে আসার আগেই তারকা। গানে জীবন শুরু করেছিলেন অতি সাধারণভাবে। সেখান থেকে উঠে এসে তারকা শিল্পী হয়ে উঠেন তিনি।
কনার বিচ্ছেদ
তারকাদের বিয়েতে ভক্তরা যেমন খুশি হন, একইভাবে তাদের বিচ্ছেদে কষ্টও পান। ভক্তরাও বুঝি চান না, প্রিয় তারকার জীবনে বিচ্ছেদ ঘটুকু। কিন্তু কার জীবনে কখন কী ঘটবে, তা কেউ জানে না। তেমনি সংগীতশিল্পী কনার সংসারজীবনে হঠাৎ বিচ্ছেদের সুর বেজে উঠে। কনা ভালোবেসে বিয়ে করেছিলেন গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে। গত ১৬ জুন কনা ফেসবুকে সবাইকে জানিয়ে দেন বিবাহ বিচ্ছেদের কথা।
তাহসানের বিয়ে
গায়ক ও অভিনেতা তাহসান চলতি বছর বিয়ে করেছেন। বছরের শুরুতে অর্থাৎ ৪ জানুয়ারি খবরটি তিনি প্রকাশ করেন। তার স্ত্রী রোজা আহমেদ। ওই দিন সকাল থেকেই তাহসান ও রোজা আহমেদের ছবি ভাইরাল হয়। নেটিজেনরা নব দম্পতিকে শুভেচ্ছা জানান। ভক্তদের মধ্যে জনপ্রিয় এই গায়কের বিয়ে নিয়ে ব্যাপক কৌতূহল ছিল।
এর আগে ২০১৭ সালে তাহসানের সঙ্গে রাফিয়াত রশীদ মিথিলার বিচ্ছেদ হয়।
মেহজাবীনের বিয়ে
চলতি বছর শোবিজের আলোচিত বিয়ের মধ্যে একটি হচ্ছে অভিনেত্রী মেহজাবীন ও পরিচালক আদনান আল রাজিবের বিয়ে। ১৩ বছর প্রেম করেছেন দুজনে। এ নিয়ে মিডিয়ায় বেশ গুঞ্জন ছিল। যদিও কেউ কখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। কিন্তু গুঞ্জনই সত্যি হয়েছে। অবশেষে এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িয়ে বসেন তারা। ২৪ ফেব্রুয়ারি সাভারের একটি রিসোর্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
'অদ্বিতীয়' শাকিব খান
টানা ২৬ বছর ধরে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান ধরে রেখেছেন শাকিব খান। তার কাছাকাছি সময়ে যারা ঢালিউডে এসেছিলেন, বেশিরভাগই হারিয়ে গেছেন। আবার তারপরে এসেও এখনো তাকে টপকাতে পারেননি কোনো নায়ক। চলতি বছরও এই নায়কের জন্য সৌভাগ্য নিয়ে আসে 'বরবাদ' সিনেমা। রোজার ঈদে বরবাদ মুক্তি পায় এবং টিকিট বিক্রির দিক থেকে রেকর্ড গড়ে। গত কয়েক বছরেও কোনো সিনেমার ক্ষেত্রে এটি দেখা যায়নি। এই নায়কের 'তাণ্ডব' মুক্তি পেয়েছে ঈদুল আজহায় । এটিও দর্শকরা গ্রহণ করেছেন। ঢাকাই সিনেমায় এখনো তিনি নায়ক হিসেবে অদ্বিতীয়।
জাহিদ হাসানের প্রত্যাবর্তন
ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান নব্বই দশক থেকে অভিনয় জগতে আছেন। টিভি নাটকে অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের পরিচালনায় 'শ্রাবণ মেঘের দিন'সহ বেশ কয়েকটি সিনেমা করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। তবে, এ বছর মুক্তি পাওয়া 'উৎসব' সিনেমা দিয়ে তিনি নতুন করে প্রত্যাবর্তন করেছেন দর্শকদের কাছে। 'উৎসব' সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এছাড়া, 'আমলনামা' ওয়েব সিরিজে অভিনয় করেও সাড়া পেয়েছেন। এ বছর যেন তার নতুন প্রত্যাবর্তন হলো।
জয়া আহসানের সিনেমার বছর
এক দশক ধরে দেশের তুলনায় ভারতে জয়া আহসানের সিনেমা বেশি মুক্তি পেয়েছে। ভারতীয় বাংলা সিনেমায় তিনি ভালো একটি অবস্থান গড়ে তুলেছেন অনেকে আগেই। কলকাতায় তার আলাদা একটা দর্শকও আছে। সবশেষ কলকাতায় করা 'পুতুল নাচের ইতিকথা' সিনেমা দিয়ে বিদেশের বড় একটি চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছেন।
তবে, দেশে এবছর তার রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে, যা অতীতে দেখা যায়নি। যেজন্য অনেকেই বলছেন, চলতি বছর তার সিনেমার বছর। এক ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি হচ্ছে—তাণ্ডব, অপরটি হচ্ছে উৎসব। 'তাণ্ডব' দিয়ে চমকে দিয়েছেন তিনি। 'উৎসব' দিয়েও প্রশংসা পাচ্ছেন। এছাড়া, 'জয়া আর শারমিন' নামের আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। 'বাগান বিলাস' নামের একটি মিউজিক্যাল ফিল্মও মুক্তি পেয়েছে। ওটিটিতে মুক্তি পেয়েছে 'জিম্মি'।
প্রবীর মিত্র ও অঞ্জনার মৃত্যু
প্রবীর মিত্র রেকর্ড সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন জীবদ্দশায়। নায়ক, খলনায়ক, ভাই, বন্ধু, বাবাসহ নানারকম চরিত্রে তিনি অভিনয় করেছেন। সাড়া জাগানো অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। পেয়েছেন আজীবন সম্মাননা। রঙিন 'নবাব সিরাজউদ্দৌলা' সিনেমায় তিনি নবাবের চরিত্রে অভিনয় করেন। গুণী এই অভিনেতা দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। চলতি বছরের ৫ জানুয়ারি ৮১ বছর বয়সে তিনি মারা যান।
অন্যদিকে 'দস্যু বনহুর' খ্যাত নায়িকা অঞ্জনা মারা গেছেন চলতি বছরের ৪ জানুয়ারি। জীবদ্দশায় অনেক সিনেমা করেছেন। নায়িকা হিসেবে একসময় তুমুল জনপ্রিয় ছিলেন। যৌথ প্রযোজনা যত সিনেমা নির্মিত হয়েছে, অঞ্জনা সেখানে সবচেয়ে বেশি অভিনয় করেছেন। এদেশের নায়িকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।
কলকাতার সিনেমায় অপূর্ব ও পরীমনির অভিষেক
এদেশের অনেক তারকা কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। কেউ কেউ বেশ সাফল্য পেয়েছেন। সবশেষ কলকাতার সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব। 'চালচিত্র' নামের সিনেমা দিয়ে ভারতীয় বাংলা সিনেমায় তার অভিষেক ঘটে। অন্যদিকে, ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনিরও প্রথমবার কলকাতার সিনেমায় 'ফেলুবক্সী' দিয়ে অভিষেক ঘটে।
Comments