এ বছরের আলোচিত ওয়েব সিরিজ

ছবি: সংগৃহীত

বছরজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ওটিটিতে মুক্তি পাওয়া সিরিজগুলো। ওটিটিতে চমক দেখিয়েছেন নির্মাতারা। শিল্পীরাও অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন।

এ বছরের কয়েকটি আলোচিত ওয়েব সিরিজ সম্পর্কে জেনে নেওয়া যাক।

মহানগর

আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজটি ছিল চলতি বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ। এই সিরিজের প্রধান চরিত্র ওসি হারুন। এতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম। দর্শকদের হৃদয়ে দাগ কেটে গেছে মহানগর। মোশাাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহেদ আলী সুজন, শ্যামল মওলা, খায়রুল বাশার, মোস্তাফিজুর নূর ইমরানসহ আরও অনেকে।

 

লেডিস অ্যান্ড জেন্টলম্যান

মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। নন্দিত অভিনেতা আফজাল হোসেন অভিনীত প্রথম ওয়েব সিরিজ এটি। সিরিজটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তাসনিয়া ফারিন, হাসান মাসুদ, নাদের চৌধুরীসহ আরও অনেকে। অতিথি শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী অভিনয়ও সবার মনোযোগ কেড়েছে। এক জন নারীর প্রতি অবহেলা এবং নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' বেশ প্রশংসা কুঁড়িয়েছে।

মরীচিকা

অভিনেতা আফরান নিশো তার অভিনয়ের জাদু দেখিয়েছন 'মরীচিকা' ওয়েব সিরিজে। সিয়াম আহমেদকেও খুঁজে পাওয়া গেছে নতুনভাবে। চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে 'মরীচিকা' চলতি বছরের আলোচিত ওয়েব সিরিজ হিসেবে দর্শক মাতিয়েছে। 'মরীচিকা' পরিচালনা করেছেন শিহাব শাহীন।

 

কন্ট্রাক্ট

তানিম নূর এবং কৃষেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত 'কন্ট্রাক্ট' এ বছরের আলোচিত একটি ওয়েব সিরিজ। চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ অভিনয়ের জাদু দেখিয়েছেন এই সিরিজে। 'কন্ট্রাক্ট' এ আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, রওনক হাসান, শ্যামল মওলা ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

জাগো বাহে

'জাগো বাহে' সিরিজটি ৩টি পর্ব প্রচারিত হয়েছে। আলোচিত এই সিরিজের শব্দের 'খোয়াব' পর্বটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, লাইটস-ক্যামেরা-অবজেকশন পর্বটি পরিচালনা করেছেন সালেহ অনীম এবং সুকর্ণ শাহেদ ধীমান পরিচালনা করেছেন বাংকার বয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তাফিজ নূর ইমরান, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

নেটওয়ার্কের বাইরে

এক ঝাঁক তরুণ তরুণীর সাগরপাড়ে ভ্রমণের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজ। হাসি আনন্দের মধ্যে হঠাৎ করে কয়েক বন্ধুর সমুদ্রে মৃত্যুর করুণ গল্প দিয়ে শেষ হয় সিরিজটি। তরুণ পরিচালক মিজানুর রহমান 'আরিয়ান' পরিচালিত ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, অর্ষা, তাসনুভা তিশা, তুষি, শরিফুল রাজ, জোনায়েদ বোগদাদী, খায়রুল বাসারসহ অনেকে।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

15m ago