কলকাতার ‘বাজি’ দিয়ে খুলছে ঢাকার মধুমিতা

মধুমিতা সিনেমা হল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হল দেড় বছর পর দর্শকদের জন্য খুলছে কলকাতা থেকে আমদানি করা 'বাজি' সিনেমা দিয়ে।

আগামী ৮ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত 'বাজি' সিনেমা। একই দিনে মধুমিতা হলেও মুক্তি পাবে সিনেমাটি।

মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, 'অনেক দিন হল বন্ধ রেখেছিলাম। দর্শকদের কথা ভেবে হল খুলছি। আশা করছি, দর্শকরা হলে আসবেন।'

তিনি আরও বলেন, 'সাউন্ড মেশিন, পর্দা, প্রজেক্টরসহ সব ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। এ ছাড়া, হলের ভেতরের পরিবেশ সুন্দর করতে সবকিছু করা হচ্ছে।'

'আমরা ইংরেজি সিনেমা চালানোর প্রস্তুতিও নিচ্ছি। প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, তারা তাদের নতুন সিনেমাগুলো আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেবে। দেশের নতুন সিনেমা না পেলে ইংরেজি সিনেমা দিয়ে হল চালু রাখার চেষ্টা করব।'

'এ সব চিন্তা করে নতুন সাউন্ড সিস্টেম এনেছি। আগামী ডিসেম্বরে দর্শকরা নতুন প্রজেক্টর মেশিন, পর্দা ও ডলবি সাউন্ড পাবেন,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

26m ago