চঞ্চল চৌধুরীকে অঞ্জন দত্তের প্রস্তাব

চঞ্চল চৌধুরী ও অঞ্জন দত্ত।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক-পরিচালক অঞ্জন দত্ত তার নতুন ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন চঞ্চল চৌধুরীকে। এ নিয়ে তাদের দুই জনের মধ্যে ফোনে কথা হয়েছে।

গতকাল সোমবার চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'অঞ্জন দত্তের মতো একজন বিখ্যাত গায়ক ও পরিচালক আমাকে পর পর তিন দিন ফোন করে কথা বলেছেন। তার নতুন ওয়েব সিরিজে আমাকে নিয়ে কাজ করতে চান। নতুন কাজ নিয়ে আমাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, 'অঞ্জন দত্ত বলেছেন "আমার এই প্রজেক্টে তোমাকে চাই"। আমি না করিনি। তবে বলেছি আগামী অক্টোবরের আগে পারব না।'

'তিনি স্ক্রিপ্ট পাঠাবেন বলেছেন। ওয়েব সিরিজের গল্প ও চরিত্র নিয়ে  কোনো কথা হয়নি,' যোগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

'স্ক্রিপ্ট পাঠানোর পর তা পড়ব' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ভারতে গিয়ে শুটিং করার জন্য ভিসা নিতে হবে। প্রস্তুতির ব্যাপার আছে। এ ছাড়াও, সামনে কিছু কাজ আছে। সেপ্টেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবো। তাই অক্টোবরের কথা বলেছি।'

চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ 'তাকদির' গত ডিসেম্বরে প্রচারিত হয়। এটি তাকে নতুন করে আলোচনায় এনেছে। এখানে তিনি লাশবাহী গাড়ির চালকের চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া চরকির ব্যানারে 'ঊনলৌকিক' ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, তার অভিনীত 'মুন্সিগিরি' নামের একটি বাংলা ওয়েব চলচ্চিত্র প্রচারের অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

ঈদের পর কেউ কেউ শুটিং করলেও চঞ্চল চৌধুরী এখনো শুটিং শুরু করেননি। তিনি বলেন, 'প্রতিনিয়ত ফোনে ও ফেসবুকে মৃত্যুর সংবাদ পাচ্ছি। খুবই দুঃখজনক ঘটনা। সময়টা কারোরই ভালো কাটছে না।'

তিনি আরও বলেন, 'এ পর্যন্ত আমার পরিবারের কম করে হলেও ২০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আমার ভাই, বোন, ভগ্নিপতি, ভাগ্নিসহ আপনজন অনেকে আক্রান্ত হয়েছেন। তারপরও শিগগির শুটিংয়ে ফিরতে চাই।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago