ছেলের সঙ্গে করা নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল: জন্মদিনে অপূর্ব

অপূর্ব ও আয়াশ। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা অপূর্বর জন্মদিন আজ সোমবার। তার একমাত্র ছেলে আয়াশের জন্মদিনও আজ। বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় ভীষণ খুশি এই অভিনেতা।

অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা আসলেই অন্যরকম আনন্দের ঘটনা। বাবা-ছেলের জন্মদিন একই দিনে— ভাবতে দারুণ লাগে।'

তিনি আরও বলেন, 'আমার ছেলে আয়াশের সঙ্গে "বিনি সুতোর টান" নাটকে অভিনয়ও করেছিলাম। ছেলের সঙ্গে করা নাটকটি ব্যাপক সাড়া ফেলেছিল। ওই নাটকে আমরা বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলাম।'

'আজ বিশেষ দিনে সন্তানের জন্য সবার ভালোবাসা ও দোয়া চাই,' যোগ করেন 'বড় ছেলে'-খ্যাত অভিনেতা।

ছেলের জন্মদিনে নিজের ফেসবুকে বাবা-ছেলের সুন্দর ২টি ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, 'শুভ জন্মদিন টুটুস'।

আসন্ন কোরবানির ঈদের নাটকের শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপূর্ব। সম্প্রতি, 'ভাই বড় বিপদে' শিরোনামের এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছেন। এই নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।

অপূর্ব আরও বলেন, 'এখন ঈদের নাটকের শুটিংই বেশি করছি। প্রতি ঈদে দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন গল্পের নাটকে অভিনয় করি। এবারও এর ব্যতিক্রম হবে না।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago