‘নিজের অভিনয় দেখার পর মনে হয় আরেকটু ভালো করা উচিত ছিল’

তটিনীর ক্যারিয়ারের এখন পর্যন্ত যে নাটকটি বেশি আলোচিত হয়েছে এবং সবার প্রশংসা পেয়েছে তা হচ্ছে ‘সময় সব জানে’। চলতি বছর ভালোবাসা দিবসে, সময় সব জানে প্রচারিত হয়েছে।
তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

তটিনী নতুন প্রজন্মের অভিনেত্রী। ২০১৯ সালে শোবিজে যাত্রা শুরু। অল্প দিনের ক্যারিয়ারে ৩০-৩৫টি বিজ্ঞাপণ করেছেন। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি নাটকে অভিনয় করে সাড়া পেয়েছেন।

পিপলু আর খানের পরিচালনায় 'কল্পনা' তার প্রচারিত প্রথম কাজ। এটি চরকির একটি প্রজেক্ট। এরপর মাত্র এক মাসের মধ্যে শুটিং করেন ভিকি জাহেদের পরিচালনায় 'বাঁচিবার হলো তার সাধ' নাটকে। এই কাজটি বেশ প্রশংসিত হয় এবং তটিনীর অভিনয়ও  দর্শকদের দৃষ্টি কাড়ে।

'বাঁচিবার হলো তার সাধ' নাটকের সহশিল্পী ছিলেন আফরান নিশো। তার সম্পর্কে তটিনী বলেন, 'ক্যারিয়ারের শুরুতে এমন একটি সুযোগ পাওয়া আমার জন্য বড় অভিজ্ঞতা  ছিল। বেশ এনজয় করেছি।'

আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গেও ইতোমধ্যে অভিনয় করেছেন। চলতি মাসে এই নায়কের সঙ্গে আরও একটি ওয়েব সিরিজের শুটিং হওয়ার কথা রয়েছে। 

এ বিষয়ে তটিনী বলেন, 'অপূর্ব ও নিশো ভাইয়া, দুজনেই খুব সহযোগিতা করেছেন শুটিংয়ে। দুজনের কাছ থেকেই শেখার  আছে। দুজনেই অনেক বড় আর্টিস্ট। তারা খুবই ভালো।'

তটিনীর ক্যারিয়ারের এখন পর্যন্ত যে নাটকটি বেশি আলোচিত হয়েছে এবং সবার প্রশংসা পেয়েছে তা হচ্ছে 'সময় সব জানে'। চলতি বছর ভালোবাসা দিবসে, সময় সব জানে প্রচারিত হয়েছে। এটি পরিচালনা করেন সাকিব ফাহাদ। তটিনী বলেন, 'সময় সব জানে আমার ক্যরিয়ারের টার্নিং পয়েন্ট। অসংখ্য দর্শক এটি দেখেছেন। সবার কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছি।'

আলোচিত ওয়েব সিরিজ তাকদীর-এ অভিনয় করেছেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। তা-ও আবার সাংবাদিকের চরিত্রে। তিনি বলেন, চঞ্চল দার সঙ্গে অভিনয় করার খুব ইচ্ছে ছিল তাকদীরে। কিন্ত আমরা স্কিন শেয়ার করতে পারিনি। তারপরও ভালো লেগেছে। অনেক  ইন্টারেস্টিং লেগেছে চরিত্রটি।

তটিনী যাদের অভিনয় খুব পছন্দ করেন তাদের মধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম একজন। একইভাবে মোশাররফ করিমের অভিনয়ও  ভীষণ পছন্দ করেন। তা ছাড়া জয়া আহসান, মম, তিশা, অর্ষা, অপি করিম, মেহজাবীন ….প্রমুখ তারকাদের অভিনয় পছন্দ করেন। তটিনী বলেন, 'অর্ষা আপুর চোখও অভিনয় করে।'

চলতি সময়ে বেশ সময় পার করছেন তটিনী। পুরো মাসজুড়ে একাধিক পরিচালকের শুটিং করবেন। অভিনয় নিয়ে তার স্বপ্ন হচ্ছে- যেভাবে কাজ করছেন, সেভাবেই এগিয়ে যেতে চান। ক্রমশ ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চান। প্রতিনিয়ত অভিনয়ে ইমপ্রুভ করতে চান।

শোবিজে আসার জন্য পরিবার তাকে বেশ সাপোর্ট করেছে। তিনি বলেন, 'অভিনয়ে আসার জন্য পরিবারের কোনো বাঁধা ছিল না। বরং সহযোগিতা পেয়েছি। এটা খুব পজেটিভ দিক।'

নিজের অভিনীত নাটক দেখার বিষয়ে তটিনী বলেন, 'নিজের অভিনয় কম দেখি। যখন দেখি বাসায় সবার সঙ্গেই দেখি। দেখার পর মনে হয় আরেকটু বেটার করা উচিত ছিল।'

Comments