‘এমন মিথ্যা সংবাদে খুব বিব্রত হয়েছি’

শাকিব খান। ছবি: স্টার

বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু, এ বিষয়ে তিনি তার ভিন্ন মতের কথা জানিয়েছেন

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে শাকিব খান বলেন, 'শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি মোটেও ভাবতে চাচ্ছি না। আমার এতো সময় নেই যে নির্বাচন করব।'

'সংগঠন দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া যাবে না,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমি এ সবের মধ্যে নেই। এমন মিথ্যা সংবাদে খুব বিব্রত হয়েছি।'

তিনি আরও বলেন, 'যারা আমার নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলছেন তারা কেউই আমার সঙ্গে কথা বলেননি। আমি আমার কাজে পূর্ণ মনোযোগী থাকতে চাই।'

'নবাব এলএলবি'-খ্যাত অভিনেতা আরও বলেন, 'আগেও একবার অভিনেত্রী নিপুণ আমাকে রিয়াজ ভাইদের সঙ্গে নিয়ে নির্বাচন করার কথা বলেছিলেন। তখনও আমি রাজি ছিলাম না।'

'নায়করাজ, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন— তারা কি সংগঠন নিয়ে এত ব্যস্ত ছিলেন? আমার ধারণা কোনোদিনও ছিলেন না। তারা সিনেমা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন,' যোগ করেন তিনি।

এর আগে ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মেয়াদে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago