টালিউড

‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান মারা গেছেন

'ছুটির ঘণ্টা' সিনেমার খ্যাতিমান পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোতে তিনি মারা যান।
আজিজুর রহমান। ছবি: সংগৃহীত

'ছুটির ঘণ্টা' সিনেমার খ্যাতিমান পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোতে তিনি মারা যান।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পরিচালক আজিজুর রহমানের মেয়ে আলিয়া রহমান বিন্দি আমাকে খবরটি জানিয়েছেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোতে মারা গেছেন এই গুণী পরিচালক।'

আজিজুর রহমান ১৯৫৮ সালে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে প্রথম সিনেমায় কাজ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র 'সাইফুল মূলক বদিউজ্জামান' মুক্তি পায় ১৯৬৭ সালে।

তিনি মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago