ঢাকায় স্পাইডারম্যানের রেকর্ডসংখ্যক শো

বিশ্বজুড়ে দর্শক মাতাচ্ছে 'স্পাইডারম্যান: নো ওয়ে হোম'। গত ১৭ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার পর ঢাকার দর্শকরাও ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন সিনেমাটি নিয়ে।
ঢাকায় প্রতিদিন এই সিনেমার ৬১টি প্রদর্শনী চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ৫৩টি এবং যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ৮টি প্রদর্শনী চলছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ মার্কেটিং ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্পাইডারম্যান সিনেমাটি মুক্তির পর থেকেই আমরা দর্শকদের আগ্রহ খেয়াল করছি। আগামীকাল ২১ ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো টিকিট নেই। পরের দিনেরও শেষ হয়ে যাবে। আমাদের ৪টি থিয়েটারে ১৩টি করে মোট ৫৩টি শো হচ্ছে প্রতিদিন।'
ব্লকবাস্টার সিনেমাসের এক্সিউকিউটিভ তৌফিক আহমেদ বলেন, 'আমাদের এখানে প্রতিদিন ৮টি করে শো হচ্ছে। গত শুক্র ও শনিবারের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছিল। এ ছাড়া, প্রতিটি শোতেই অনেক দর্শক আসছেন।'
'স্পাইডারম্যান: নো ওয়ে হোম' পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও এতে অভিনয় করেছেন জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেমি ফক্সসহ অনেকেই।
ঢাকায় এর আগে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' এবং 'স্টার ওয়ার্স: দ্য রাইজ অফ স্কাইওয়াকার' সিনেমার টিকিট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল।
Comments