‘আগামীকাল’: প্রেক্ষাগৃহে মাত্র ৪ দর্শক

আগামীকাল ছবির পোস্টার
আগামীকাল ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

গত ৩ জুন সারাদেশের ৩০টি সিনেমাহলে মুক্তি পেয়েছে 'আগামীকাল' সিনেমাটি।

মুক্তির পর থেকে খুব একটা ব্যবসা করতে পারছে না সিনেমাটি। দর্শকদের মধ্যে তেমন কোনও আগ্রহ নেই এই সিনেমা নিয়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে যে  উদ্দীপনা শুরু হয়েছিল, সেখানে কিছুটা ভাটা পড়েছে এই সিনেমার মাধ্যমে।

গতকাল রোববার ঢাকার স্টার সিনেপ্লেক্স ও আরও কয়েকটি হলের কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, খুব একটা চলছে না সিনেমাটি।

অঞ্জন আইচ পরিচালিত সাইকো-থ্রিলার গল্পের সিনেমা 'আগামীকাল'। এই সিনেমায় অভিনয় করেছেন মামনুন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপনসহ আরও অনেকে।

'আগামীকাল' সিনেমা নিয়ে ঢাকার শ্যামলী সিনেমার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আহসানউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমাটি মোটেও চলছে না। ঈদে  মুক্তি পাওয়া সিনেমা দিয়ে যে মোটামুটি ব্যবসার একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল সেটা ব্যাহত হচ্ছে। যে আশা করে সিনেমাটি নিয়েছিলাম সে অনুযায়ী ব্যবসা হচ্ছে না। মুক্তির প্রথম দিন থেকে আজ পর্যন্ত খুব একটা ভালো চলছে না।'

ঢাকার ফার্মগেট 'আনন্দ' সিনেমা হলের শাহ দুলাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুব খারাপ অবস্থা এই সিনেমার। প্রতি শোতে মাত্র ৪ থেকে ৫ জন দর্শক থাকেন। মুক্তির দিন থেকে এই সিনেমা নিয়ে কোনও আগ্রহই নেই দর্শকদের মধ্যে।'

গতকাল রোববার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার এবং সনি স্কয়ার শাখায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শাখাগুলোতে প্রতি শোতে গড়ে ৪ থেকে ৬টা করে টিকিট বিক্রি হয়েছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, 'আমরা চাই বাংলা সিনেমা সিনেপ্লেক্সেগুলোতে ভালো ব্যবসা করুক। কিন্তু গতকাল রোববার সবগুলো শাখার প্রায় ১ হাজার আসনের বিপরীতে মাত্র ১৬ থেকে ২০টা করে টিকেট বিক্রি হয়েছে। এরকম অবস্থা হলে কীভাবে সম্ভব বলেন?'

 

Comments

The Daily Star  | English

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

30m ago