আজ কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের 'ডিয়ার মা'

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: জয়ার অফিশিয়াল ফেসবুক পেজ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: জয়ার অফিশিয়াল ফেসবুক পেজ

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের জন্য আজকের দিনটি বিশেষ। কেননা, আজ ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা'।

'ডিয়ার মা' পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন চন্দন রায় স্যানাল।

'ডিয়ার মা' মূলত মা ও মেয়ের গল্প। সম্পর্কের গল্প।

ডিয়ার মা সিনেমার পোষ্টার। ছবি: ফেসবুক
ডিয়ার মা সিনেমার পোষ্টার। ছবি: ফেসবুক

জয়া আহসান বলেন, 'সত্যিই আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ "ডিয়ার মা"মুক্তি পাচ্ছে। দর্শকদের প্রতি আমার ভালোবাসা। দর্শকরা "ডিয়ার মা" ভালোভাবে গ্রহণ করলে পরিশ্রম সার্থক হবে।'

'এই সিনেমায় আমরা যারা অভিনয় করেছি, পর্দার পেছনে যারা কাজ করেছেন, সবাই দারুণ কাজ করেছেন। পুরো টিম ভালো করেছে। সবাই মিলেই ডিয়ার মা', যোগ করেন তিনি।  

পরিচালকের বিষয়ে তিনি বলেন, 'অনিরুদ্ধ রায় চৌধুরী ভীষণ ভালো একজন নির্মাতা। পুরো মেধা ঢেলে দিয়েছেন। আমাকে এমন একটি চরিত্র দেওয়ার জন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।'

জয়া আহসান বলেন, 'এবার মায়ের চরিত্রে অভিনয় করেছি। কতটুকু করেছি তা দর্শকরা বলবেন। আমি বলব, চমৎকার একটি গল্পে কাজ করেছি। আরও বলতে চাই, মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। এমন চরিত্রে প্রথমবার কাজ করেছি।'

'ডিয়ার মা' কোন ধরনের দর্শকের সিনেমা, এ প্রশ্নের জবাবে জয়া বলেন, 'সব শ্রেণীর দর্শকের সিনেমা ডিয়ার মা। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। সবাইকে স্পর্শ করবে সিনেমাটি।'

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ডিয়ার মা' সিনেমা দিয়ে সব শ্রেণীর দর্শককে কানেক্ট করতে চাই আমরা। আশা করছি সবাই দেখবেন।

'ডিয়ার মা' সিনেমা মুক্তি উপলক্ষে জয়া আহসান ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

কলকাতায় বিভিন্ন জায়গায় প্রচারে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে এই সিনেমার বিলবোর্ড ও পোস্টারে পুরো কলকাতা শহর ছেয়ে গেছে। জয়া আহসান বলেন, কলকাতায় প্রচুর বিলবোর্ড করা হয়েছে প্রচারের জন্য। এইসব অবশ্যই সিনেমার প্রচারে ইতিবাচক দিক।

'ডিয়ার মা' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। সেই ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।

জয়া আহসান বর্তমানে কলকাতায় 'অর্ধাঙ্গীনি' নামের নতুন একটি সিনেমার শুটিং করছেন।

অন্যদিকে তার অভিনীত 'পুতুল নাচের ইতিকথা' কলকাতায় সামনেই মুক্তি পাবে।

জয়া আহসান। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের চলতি বছরটি যেন একেবারে সিনেমার মতো।

গত ঈদুল আযহার দিনে তার অভিনীত 'তান্ডব' ও 'উৎসব' মুক্তি পেয়েছে। 'তান্ডব' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

এছাড়া, 'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরীসহ একঝাঁক তারকার সাথে। 'উৎসব' সিনেমাটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

18m ago