ঈদে ৭ কোটি টাকার সিনেমা

এবারের ঈদে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। তার মধ্যে ‘গলুই’, ‘শান’ ও ‘বিদ্রোহী’ অন্যতম। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৩ সিনেমার বাজেট প্রায় ৭ কোটি টাকা।
‘শান’, ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এবারের ঈদে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। তার মধ্যে 'গলুই', 'শান' ও 'বিদ্রোহী' অন্যতম। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৩ সিনেমার বাজেট প্রায় ৭ কোটি টাকা।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেছেন, বড় বাজেটের এই সিনেমাগুলো হলে প্রদর্শনের মাধ্যমে এত টাকা উঠে আসা সম্ভব নয়। তার কারণ দেশে এখন প্রায় ৭০টি সিনেমা হল চালু রয়েছে। ঈদ উপলক্ষে ১০০টির বেশি সিনেমা হল চালু হবে।

সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে বিদেশি সিনেমাই বেশি দেখেন দর্শকরা। বাংলা সিনেমার প্রতি তারা তেমন আগ্রহী নন। তারপরেও কয়েকটি বাংলা সিনেমা চলবে আসছে ঈদে। সব মিলিয়ে সিনেমা হল, সিনেপ্লেক্স থেকে এত টাকা তুলে আনা সম্ভব নয় বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অভিনেতা সিয়াম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের শান সিনেমার প্রচারণায় সবটুকু দেওয়ার চেষ্টা করছি। বেশকিছু ভালো সিনেমা হল পেয়েছি। তারপরেও কী আমাদের সিনেমা হলগুলোর সব ঠিকঠাক আছে? এমন সিনেমা চালানোর জন্য যেমন পর্দা, সাউন্ড প্রয়োজন তার সবকিছু কি আছে আমাদের?'

তিনি আরও বলেন, 'তারপরেও আমরা আশাবাদী। ঢাকার বেশকিছু ভালো সিনেমা হল ও সিনেপ্লেক্স পেয়েছি। আশা করছি সবকিছু মিলিয়ে নির্মাণ ব্যয় উঠে আসবে।'

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদে ১০০টির বেশি সিনেমা হল চালু হবে। আমরা অপেক্ষায় আছি এবার ঈদে সিনেমার ভালো ব্যবসা হবে। তার কারণ করোনায় ২ বছর আমাদের সিনেমা হল মালিকদের একেবারে শেষ করে দিয়েছে।'

তিনি আরও বলেন, '৩ বছর আগেও ৩০০টির মতো হল ছিল। আস্তে আস্তে সিনেমা হলের সংখ্যা কমে আসছে। ভালো সিনেমার অভাবে দর্শক হলে আসেন না। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় সব এক পর্দার প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাবে। এবার ঈদ আমাদের জন্য ফাইনাল পরীক্ষা। সিনেমাগুলো ভালো ব্যবসা না করলে কী হবে বলতে পারব না। তবে আমরা আশাবাদী।'

'শান' সিনেমার অন্যতম প্রযোজক আজাদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অনেক আশাবাদী শান নিয়ে। দেশের বড় বড় সিনেমা হল এবং সিনেপ্লেক্সগুলো এই সিনেমার বিষয়ে আগ্রহী। আমার ধারণা সিনেমা মুক্তির পর চাহিদা আরও বাড়বে। ঈদে তো চলবে, তারপরে সারাদেশের সিনেমা হলগুলোতে সগৌরবে চলবে সিনেমাটি। আমরা বিশ্বাস করি, যতো টাকা ইনভেস্ট করেছি তা তুলে আনতে পারবো।'

Comments

The Daily Star  | English

Diagnose dengue with ease at home

People who suspect that they have dengue may soon breathe a little easier as they will not have to take on the hassle of a hospital visit to confirm or dispel the fear.

24m ago