উত্তর আমেরিকার ১১২ হলে ‘পাপ পুণ্য’

প্রথমবারের মতো দেশের বাইরের শতাধিক হলে একযোগে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা 'পাপ পুণ্য'।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি অভিনীত সিনেমাটি আগামী ২০ মে উত্তর আমেরিকার ১১২টি হলে মুক্তি পাবে।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব জানান, বাংলাদেশেও একই দিনে মুক্তি পাবে 'পাপ পুণ্য'।
তিনি বলেন, 'সিনেমাটি মুক্তি পাচ্ছে কানাডার ৫টি প্রদেশের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি রাজ্যের ১০০টির বেশি শহরে। এতে করে সিনেমাটি ২০ মে থেকে আমেরিকা ও কানাডার প্রায় ১০ লাখের বেশি দর্শকের দেখার সুযোগ হচ্ছে। আমেরিকার এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে ২৫টি রাজ্যের ১০৪টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।'
স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানান, তাদের অফিসিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকায় 'পাপ পুণ্য' সিনেমার ১১২টি হলের তালিকা। আগামী ১৮ মে থেকে থিয়েটারগুলোর ওয়েবসাইট পাওয়া যাবে।
'পাপ পুণ্য' প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
Comments