এফডিসিতে এতো বহিরাগত কেন?

ছবি: স্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে বহিরাগতদের কারণে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিল্পীরা।

রাষ্ট্রের অধিক গুরুত্বপূর্ণ (কেপিআই) এলাকায় বহিরাগতদের কারণে ঠিকমতো প্রচারণা না চালাতে পারার অভিযোগও করেছেন বেশ কয়েকজন তারকা।

গতকাল রোববার সন্ধ্যায় সরেজমিনে এফডিসিতে বহিরাগতদের ভিড় দেখা যায়। সাম্প্রতিক সময়ে দেশে করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় অনেকে এ ভিড় দেখে আতঙ্ক প্রকাশ করেছেন।

মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের সভাপতি প্রার্থী মিশা সওদাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিল্পী সমিতির নির্বাচন কমিশনারকে মৌখিকভাবে জানিয়েছি। এফডিসির এমডির কাছে লিখিত অভিযোগ করবো। বহিরাগতদের কারণে এফডিসিতে ঠিকমতো চলাফেরা করা যাচ্ছে না।'

এই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান ডেইলি স্টারকে বলেন, 'শিল্পীদের নির্বাচন উপলক্ষে এখানে শিল্পীরা আসছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজের জন্য আসছেন। কিন্তু, এতো বহিরাগত কেন এখানে? আমরা নিরাপত্তাহীনতায় আছি।'

প্যানেলের অন্যতম প্রার্থী অভিনেত্রী অঞ্জনা ডেইলি স্টারকে বলেন, 'গত ২ দিন আগে এফডিসিতে এসে ঠিকমতো প্রচারণা চালাতে পারিনি। এতো মানুষের ভিড়ে ভালোভাবে হাঁটতেও পারিনি।'

'এই বহিরাগতরা কারা?' প্রশ্ন তুলে তিনি আরও বলেন, 'শিল্পীদের সঙ্গে সেলফি তোলা আর মোবাইল ফোনে ভিডিও করা ছাড়া তাদের কোনো কাজ দেখি না।'

'বিষয়গুলো নিয়ে এফডিসি কর্তৃপক্ষের ভাবা প্রয়োজন,' বলে মন্তব্য করেন তিনি।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক ডেইলি স্টারকে বলেন, 'এফডিসিতে অনেক বহিরাগত আসছে। আমাদের সমস্যা হচ্ছে। ভোটের প্রচারণার চেয়ে সেলফি তুলতেই বেশি সময় যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'বিষয়টি নিয়ে আমরা এফডিসির এমডি মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, এফডিসিতে নির্মাণ কাজ চলায় গেট খোলা রাখতে হচ্ছে। তাই সাধারণ মানুষদের প্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না।'

আগামী ২৮ জানুয়ারি বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সেখানে প্রতিদিন তারকা শিল্পীরা আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago