‘এফডিসিতে সমিতিগুলোর কাজ কী?’

করোনা মহামারির কঠোর লকডাউনে বন্ধ ছিল সিনেমার সব ধরনের শুটিং। গতকাল বুধবার থেকে চেনা ছন্দে ফিরেছে বিএফডিসি।
শাকিব খান। ছবি: স্টার

করোনা মহামারির কঠোর লকডাউনে বন্ধ ছিল সিনেমার সব ধরনের শুটিং। গতকাল বুধবার থেকে চেনা ছন্দে ফিরেছে বিএফডিসি।

দীর্ঘ ৪৫ দিন পর আবার শুটিংয়ে ফিরেছেন ঢাকাই সিনেমায় আলোচিত নায়ক শাকিব খান। গতকাল সকাল ১১টায় এফডিসিতে এসে রাত ৮টা পর্যন্ত তিনি শুটিং করেছেন তপু খান পরিচালিত 'লিডার-আমিই বাংলাদেশ' সিনেমায়।

ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আজও তিনি অংশ নিয়েছেন শুটিংয়ে।

সিনেমাটির শুটিং ৭০ ভাগ শেষ হয়েছে আগেই। গতকাল থেকে আগামী ১০ দিনের মধ্যেই বাকি অংশের কাজ শেষ হবে বলে জানিয়েছে ছবি সংশ্লিষ্টরা।

শাকিব খান আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। কাজ না করলে কীভাবে হবে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের কাজ এগিয়ে নিতে হবে। ধীরে ধীরে সবাইকে টিকা নিতে হবে।'

দীর্ঘদিন পর এফডিসিতে শুটিংয়ে ফিরে শাকিব খান বলেন, 'শুটিংয়ে এসে এফডিসিতে তো কাজের পরিবেশ খুঁজে পাচ্ছি না। চারিদিকে ভাঙা, ঘিঞ্জি হয়ে আছে। এফডিসিতে তাহলে সমিতিগুলোর কাজ কী? সিনেমা বানানো নিয়ে কোনো কিছুতো দেখি না। বেশি বেশি সিনেমার কাজ হলে এসব ঠিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। বেশি বেশি সিনেমা নির্মাণই পারে সবকিছু ঠিকঠাক করতে।'

Comments

The Daily Star  | English
six die from dengue today

Six die of dengue in a single day

This is the highest single-day fatalities from the viral infection this year so far

1h ago