দিল্লির হাসপাতালে প্রবীর মিত্র

খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি আছেন। চেকআপ ও হাঁটুর সমস্যার জন্য তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
আজ বুধবার দুপুরে প্রবীর মিত্রে পুত্রবধূ সোনিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবা দিল্লির একটি হাসপাতালে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। বাবার হাঁটুতে এখনো সমস্যা আছে। এ ছাড়া, বেশকিছু পরীক্ষা করাতে তিনি দিল্লি গেছেন।'
প্রবীণ এই অভিনেতা দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে ঘরবন্দি ছিলেন। বয়স্কজনিত সমস্যা ছাড়াও হাঁটুর অসুখে ভুগছিলেন তিনি।
Comments