নায়ক কম অভিনেতা বেশি: ইমন

চিত্রনায়ক ইমন ও জাকিয়া বারী মম অভিনীত 'আগামীকাল' সিনেমাটি আগামী ৩ জুন মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
সিনেমার বিষয়ে ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, '"আগামীকাল" সিনেমাটিতে পরিবার নিয়ে দেখার মতো গল্প রয়েছে। এই সিনেমায় আমি যতোটা না নায়ক, তারচেয়ে অভিনেতা বেশি। গল্পের চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছি। অনেক কষ্ট করেছি এই সিনেমার জন্য। আশা করি দর্শকদের ভালো লাগবে।'
পরিচালক অঞ্জন আইচ বলেন, 'এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এর পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা ছড়িয়ে রয়েছে। আমার বিশ্বাস সিনেমাটা দেখতে দর্শক বিরক্ত হবে না। সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না।'
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, তারেক স্বপনসহ অনেকেই।
Comments