মা-বাবা হওয়ার আগ মুহূর্তের রাজ-পরী

তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি এখন দারুণ সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বর মাসে মা-বাবা হতে যাচ্ছেন এই জুটি। এখন শুধু ঘরে নতুন অতিথি আসার অপেক্ষায়। মা হওয়ার আগ মুহূর্ত ক্যামেরাবন্দি নিজেদের করে রাখছেন ছবিতে।
পরীমনি
পরীমনি ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি এখন দারুণ সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বর মাসে মা-বাবা হতে যাচ্ছেন এই জুটি। এখন শুধু ঘরে নতুন অতিথি আসার অপেক্ষায়। মা হওয়ার আগ মুহূর্ত ক্যামেরাবন্দি নিজেদের করে রাখছেন ছবিতে।

পরীমনি, শরীফুল রাজ,
পরীমনি ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত 'পরাণ' সিনেমায় রাজের অভিনয়ের প্রশংসা এখন চারদিকে। অন্তঃসত্ত্বা পরীমনি সিনেমা হলে গিয়ে রাজের পাশে বসে দেখেছেন সিনেমাটি।

সিনেমাটি দেখার পর আনন্দে উচ্ছ্বাসে রাজের কাঁধে মাথা রেখে কেঁদে ওঠেন পরীমনি।

পরীমনি, শরীফুল রাজ,
পরীমনি ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজ অভিনীত "পরাণ" সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। রাজের অভিনয় দেখে আমার খুশিতে কান্না চলে এসেছে। সবাই ভালো অভিনয় করেছেন।'

পরীমনি, শরীফুল রাজ,
পরীমনি ও শরীফুল রাজ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকগুলো ছবি দিয়ে পরীমনি ক্যাপশন লিখেছেন, 'আমার পরাণ'।

চলতি বছরের ২১ জানুয়ারি রাজ-পরীর গায়ে হলুদ হয়। পরদিন ২২ জানুয়ারি সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

Comments