অস্ট্রেলিয়ার পর ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে মুক্তি পাচ্ছে পরাণ

মুক্তির পর ‘পরাণ’ সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে।
পরাণের কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ছবি: সংগৃহীত

মুক্তির পর 'পরাণ' সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে।

অস্ট্রেলিয়াতে মুক্তির পরও সে সাফল্য বজায় থেকেছে। একই ধারাবাহিকতায় এবার ত্রিভুজ প্রেমের এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ইউরোপের ৩ দেশ ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে।

পরাণ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেনকোলজির পরিচালক ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে গতরাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'পরাণ সিনেমার জন্য আরও সুখবর হচ্ছে, এটি ইউরোপের ৩ টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। পরাণ নিয়ে আমরা দারুণ আনন্দিত।'

ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ইউরোপের পর সিনেমাটি মধ্যপ্রাচ্যেও মুক্তি দেওয়া হবে।

নায়িকা মিম বলেন, 'পরাণ দেশের দর্শকদের মন জয় করে ইউরোপেও যাচ্ছে। এটা কতটা আনন্দের খবর তা ভাষায় বোঝানো যাবে না। অন্যরকম গর্ববোধ করছি।'

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

রায়হান রাফী পরিচালিত পরাণ সিনেমা মুক্তি পেয়েছে ১০ জুলাই। এখনো ঢাকাসহ দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।

বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ এই সিনেমায় অভিনয় করেছেন।

Comments