রিয়াজ-মম একসঙ্গে ‘রেডিও’ সিনেমায়

অনন্য মামুন পরিচালিত 'রেডিও' সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পরিচালক।
অনন্য মামুন আজ শনিবার ডেইলি স্টারকে বলেন, 'মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণের গল্প নিয়ে "রেডিও" সিনেমার গল্প রচিত হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। এই সিনেমায় অভিনয় করার জন্য আগামীকাল রোববার রিয়াজ ও মম চুক্তিবদ্ধ হবেন। আশা করি ভালো একটা কিছু হবে।'
এ বিষয়ে রিয়াজ ডেইলি স্টারকে বলেন, 'আমার সঙ্গে পরিচালকের প্রাথমিক কথা হয়েছে। আগামীকাল রোববার বিস্তারিত কথা হবে, তখন সবটুকু বলতে পারব। তার আগে কিছুই বলতে পারছি না।'
Comments