লাইফ সাপোর্টে নায়ক সোহেল রানা

করোনা আক্রান্ত নায়ক, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা লাইফ সাপোর্টে আছেন। আজ বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আজ সন্ধ্যায় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সোহেল রানা ভাইকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে।'
এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হোন সোহেল রানা।
করোনা মহামারির আগে থেকে নিজ বাসাতেই ছিলেন এই অভিনেতা। এ সময় একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও তা করতে পারেননি।
১৯৭৩ সালে মাসুদ রানা সিরিজের গল্প অবলম্বনে সোহেল রানা নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।
Comments