শিশুতোষ সিনেমায় স্পর্শিয়া

সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। 'জলকিরণ' ও 'রক্তময়ূর' নামের সিনেমা দুটির কাহিনী ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করছেন এইচ আর হাবিব।
'জলকিরণ' বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর শিশুতোষ সিনেমা। এটি প্রযোজনা করছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কেএফ বেঙ্গল আর অ্যান্ড ডি। বাংলা, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ছবিটি নির্মাণ করা হবে।
অর্চিতা স্পর্শিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলতি সপ্তাহে জলকিরণ ও রক্তময়ূর সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছি। দুটি গল্পই আমার কাছে দুর্দান্ত লেগেছে। যে ধরনের সিনেমায় আমি অভিনয় করতে চাই এগুলো তেমনই গল্প। কয়েক মাসের মধ্যেই জলকিরণের শুটিং শুরু হবে।'
তিনি আরও বলেন, 'আমার বিশ্বাস এই সময়ে দর্শকদের ভালো কিছু দিলে তারা তা গ্রহণ করেন। সেই তালিকায় এই দুটি সিনেমার নাম যুক্ত হবে।'
জলকিরণ সিনেমায় স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করবেন নীরব। এই জুটি রোজিনা পরিচালিত 'ফিরে দেখা' সিনেমায় অভিনয় করেছেন। তবে, এখনও মুক্তি পায়নি সিনেমাটি।
Comments