১৯৭১ সেইসব দিন

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত '১৯৭১ সেইসব দিন' নামের সিনেমাটির শুটিং শেষ হয়েছে গতকাল রোববার।
এক বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয় ঠাকুরগাঁও জেলার একটি গ্রামে।
সিনেমাটি নিয়ে হৃদি হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'মুক্তিযুদ্ধের সিনেমা মানেই বড় আয়োজন। ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।'
এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।
ফেরদৌস বলেন, 'মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা সব সময়ই আমার কাছে প্রায়োরিটি পায়। তা ছাড়া হৃদি হক চমৎকারভাবে কাজটি করছেন।'
সিনেমাটির মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সেই গল্পটিই বলতে চেয়েছি "১৯৭১ সেইসব দিন" সিনেমায়।'
Comments