৬ মাসে ১৮ সিনেমা মুক্তি, লগ্নি ফেরাতে পারেনি একটিও

চলতি বছরের জুন মাস শেষের দিকে। অর্থাৎ, এ বছরের অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে এবং এই ৬ মাসে এখন পর্যন্ত সিনেমাহলে ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু, একটি সিনেমাও এখন পর্যন্ত সিনেমাহল থেকে লগ্নি করা অর্থ তুলতে পারেনি। যদিও সিনেমার আয় এখন শুধু সিনেমাহল কেন্দ্রিক নেই। এর বাইরে ওটিটি প্ল্যাটফর্ম, টিভি সত্ত্ব বিক্রি, ডিজিটাল রাইটস, স্পন্সর, দেশের বাইরে মুক্তি থেকে আয়ের সুযোগ আছে। তবে, এসব সিনেমা অন্যমাধ্যম নিলেই তবে সেখান থেকে আয় করতে পারবে।

চলতি বছরের জুন মাস শেষের দিকে। অর্থাৎ, এ বছরের অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে এবং এই ৬ মাসে এখন পর্যন্ত সিনেমাহলে ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু, একটি সিনেমাও এখন পর্যন্ত সিনেমাহল থেকে লগ্নি করা অর্থ তুলতে পারেনি। যদিও সিনেমার আয় এখন শুধু সিনেমাহল কেন্দ্রিক নেই। এর বাইরে ওটিটি প্ল্যাটফর্ম, টিভি সত্ত্ব বিক্রি, ডিজিটাল রাইটস, স্পন্সর, দেশের বাইরে মুক্তি থেকে আয়ের সুযোগ আছে। তবে, এসব সিনেমা অন্যমাধ্যম নিলেই তবে সেখান থেকে আয় করতে পারবে।

গত ৬ মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো- ছিটমহল, তোর মাঝেই আমার প্রেম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, মাফিয়া, মুখোশ, শিমু, গুণিন, লকডাউন লাভ স্টোরি, জাল ছেঁড়ার সময়, গলুই, শান, বিদ্রোহী, বড্ড ভালোবাসি, পাপ-পুণ্য, আগামীকাল, বিক্ষোভ, অমানুষ এবং তালাশ।

মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শাকিব খান অভিনীত সিনেমা দুটি, যথাক্রমে 'গলুই' এবং 'বিদ্রোহী'। সিয়াম আহমেদ অভিনীত দুটি সিনেমা 'শান' ও 'পাপ-পুণ্য। এ ছাড়া, পরীমনি অভিনীত দুটি সিনেমা 'মুখোশ' ও 'গুণিন'। শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা 'বিদ্রোহী' ও 'তালাশ'। পূজা চেরি অভিনীত দুটি সিনেমা 'গলুই' ও 'শান'। অপু বিশ্বাস, বাপ্পী অভিনীত একটি সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২'।

'শান' সিনেমার প্রযোজক, কাহিনীকার আজাদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি নিয়ে আমরা অনেক আনন্দিত। খুব ভালো সাড়া পেয়েছি। এখনো ভালো ভালো সিনেমাহলে চলছে ছবিটি। কিন্তু, সিনেমাহল থেকে পুরো লগ্নি ফেরেনি। এখনতো সিনেমাহল থেকে একেবারে লগ্নি ফেরত পাওয়া সম্ভব হয় না। আগামীতে ধীরে-ধীরে লগ্নি উঠে আসবে বলে আমরা আশাবাদী।। এ ছাড়া, আরও অনেক মাধ্যম আছে সিনেমা থেকে লগ্নির অর্থ তোলার। দেশ-বিদেশে 'শান' চলছে মহাসমারোহে, এটা অনেক আনন্দের।'

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২' সিনেমার পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, 'আমার পরিচালিত সিনেমা যখন মুক্তি পায় তখনো করোনার প্রকোপ ছিল। তবুও অনেক সিনেমাহলে টানা ৩-৪ সপ্তাহ চলেছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২'। ঈদ ছাড়া অনেক সিনেমাহল খুলেছে এই সিনেমার মাধ্যমে। টানা ১০০ দিন বিভিন্ন হলে চলেছে এটি। সিনেমাহল থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা লগ্নি ফেরত এসেছে। যদিও সিনেমা নির্মাণের যে লগ্নি সেটা হল থেকে এখনো ফেরত আসেনি। এখন শুধু সিনেমাহল থেকে না বিভিন্ন মাধ্যম থেকে লগ্নি ফেরত আসে। আরও কিছু সিনেমাহলে চললে আগামীতে লগ্নি ফেরত আসবে বলে আমার বিশ্বাস।'

'মুখোশ' সিনেমার পরিচালক, প্রযোজক ইফতেখার শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে সিনেমাহল থেকে একটা সিনেমার লগ্নি  ফেরত পাওয়ার আশাকরা এখন বোকামী৷ আমার সিনেমাটা দীর্ঘ দুইমাস সিনেমাহল, সিনেপ্লেক্সে  চলেছে তারপরেও লগ্নি ফেরত আসেনি। সিনেমায় এখন করোনার আগের ব্যবসার হিসেব করলে হবেনা। অনেককিছু বদলে গেছে এই সময়ে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম, টিভি সত্ব বিক্রি, দেশের বাইরে মুক্তি, স্পনসর থেকে লগ্নি ফেরত আসতে পারে। শুধুমাত্র সিনেমাহল থেকে এখন লগ্নি ফেরত পাওয়া যাবেনা। এইসব মাথায় নিয়ে এখন সিনেমা বানাতে হবে। যদি কোনো সিনেমা ভালো চলে সেটা অন্য ব্যাপার।'

সিনেমা পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনার আগে থেকেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা নাজুক হতে শুরু করেছিল। আগে ঈদে যেমন সিনেমার ব্যবসা হতো এখন সেটা আর আশা করা যাবে না। মানুষ করোনার সময় থেকে অন্যমাধ্যমে সিনেমা দেখতে অভ্যস্থ হয়ে গেছে। বর্তমানে সিনেমাহল থেকে ৩০ থেকে ৫০ শতাংশ লগ্নি ফেরত আসা সম্ভব৷ বাকি লগ্নি  ফেরত আসবে ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল মাধ্যম, স্পন্সর, টিভি রাইটস, বহির্বিশ্বে সিনেমা মুক্তি থেকে। এই কয়েকমাসে যে সিনেমাগুলো আমি মুক্তি দিয়েছি তা সিনেমাহল থেকে লগ্নি ফেরত আনতে পারেনি। অন্যমাধ্যম দিয়ে সেটা পুষিয়ে নিতে হবে। করোনার পর মিশন এক্সট্রিম, মুখোশ, শান, গলুই এই সিনেমাগুলো দিয়ে দর্শক হলে ফিরতে শুরু করেছিল। তাই অনেক আশাবাদী হয়ে পড়েছিলাম। তবে আগের মতো সিনেমাহল থেকে আর লগ্নি ফেরত আসবে না। অন্যকিছু ভাবতে হবে। যে সিনেমাগুলো এখন মুক্তি পাচ্ছে সেটা খারাপ বলছি না, কিন্তু বাস্তবটা বুঝতে হবে আমাদের।'

Comments