নতুন সিনেমায় শহীদুজ্জামান সেলিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম নতুন একটি সিনেমায় শুটিং শুরু করেছেন। সুবর্ণভূমি নামের সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
চলতি সপ্তাহে গাজীপুর জেলার পূবাইলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
এতে শহীদুজ্জামান সেলিম অভিনয় করছেন রাজাকারের কমান্ডারের চরিত্রে।
সিনেমাটি সম্পর্কে শহীদুজ্জামান সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো গল্পের সিনেমা সবসময়ই আমাকে টানে। আমি চাই ভিন্ন ভিন্ন গল্পের সিনেমায় নিজেকে যুক্ত রাখতে। সুবর্ণভূমিও তেমনই একটি সিনেমা।'
তিনি আরও বলেন, 'আমার চরিত্রটিতে আসলেই অভিনয় করার সুযোগ আছে। শতভাগ ভালোবাসা দিয়ে সিনেমাটি করছি। সুবর্ণভূমিতে একেবারেই নতুন চরিত্র করছি, যা আমার জন্য নতুন অভিজ্ঞতা।'
সুবর্ণভূমি সিনেমার শুটিং চলবে ২০ মে পর্যন্ত। এই সিনেমায় আরও অভিনয় করছেন ওমর সানী, সজল প্রমুখ।
Comments