আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই: সারিকা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেই বেশ কয়েক বছর ধরে। কিন্তু, এরপরও তার নামে রয়েছে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট।
sarika
মডেল-অভিনেত্রী সারিকা। ছবি: স্টার

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নেই বেশ কয়েক বছর ধরে। কিন্তু, এরপরও তার নামে রয়েছে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট।

কে বা কারা তার নামে অ্যাকাউন্ট খুলে ফেসবুক ব্যবহার করছেন এবং সেই অ্যাকাউন্ট থেকে ভক্ত ও সহশিল্পীদের সঙ্গে যোগাযোগও রাখছেন?

এ বিষয়ে সারিকা গত শনিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত চার বছর ধরে আমি ফেসবুকে নেই। সত্যি বলতে কী— আমি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেই নেই। তবে, এক সময় ছিলাম। এই কাজটি যারা করছেন, ঠিক করছেন না। সবগুলো ফেক আইডি।'

তিনি আরও বলেন, 'ফেক আইডি নিয়ে আমি আগেও অভিযোগ করেছিলাম। তখন কিছুটা কাজ হয়েছিল। নতুন করে আবারও ফেক আইডি খোলা হয়েছে। শিগগিরই অভিযোগ করব।'

সারিকা তার ভক্ত ও কাছের মানুষদের উদ্দেশ্য করে বলেন, 'ওটা আমার ফেক আইডি। আপনারা রিপোর্ট করুন। রিপোর্ট করে ফেক আইডি বন্ধ করতে সহযোগিতা করুন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এক সময় নিয়মিত ফেসবুক ব্যবহার করেছি। এখন কাজ আর নিজের ভুবন নিয়ে আছি।'

গত দুই ঈদে টিভি নাটকে সারিকার উপস্থিতি ছিল সরব। গত রোজার ঈদে তার অভিনীত এক ডজন নাটক প্রচারিত হয়েছিল। ঈদুল আজহাতেও বেশ তার কয়েকটি নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে।

নায়ক রিয়াজের বিপরীতে একটি টেলিফিল্মে ও চঞ্চল চৌধুরীর বিপরীতে একটি সাত খণ্ডের ধারাবাহিকে অভিনয় করেছিলেন গত ঈদে, যা তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এ বিষয়ে সারিকা বলেন, 'সহশিল্পী হিসেবে রিয়াজ অনেক হেল্পফুল।... কাজটি করে অনেকের প্রশংসা পেয়েছি। চঞ্চল চৌধুরীর সঙ্গে নাটকটি করেও প্রশংসিত হয়েছি।'

সারিকা ডেইলি স্টারকে জানান, নাটকের শুটিং শুরু হলেও এখনো তিনি শুটিংয়ে ফেরেননি। কয়েকজন নাট্যপরিচালক নতুন কাজের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ রাখছেন। স্ক্রিপ্ট ও চরিত্র নিয়ে কথা চলছে। আশা করছেন শিগগির তিনি শুটিংয়ে ফিরবেন।

সারিকা ২০০৮ সালে মডেলিং দিয়ে শোবিজে নাম লেখান। মডেল হিসেবে আলোচিত হওয়ার পর থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago