ঈদের নাটক পরিচালনায় আফজাল হোসেন

আফজাল হোসেন। ছবি: শাহরিয়ার কবীর হিমেল

নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ঈদুল আযহার জন্য নতুন একটি নাটক পরিচালনা করছেন। ইতোমধ্যে মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে ৪ দিনের শুটিং করেছেন।

সাত পর্বের নাটকটির নাম মানিকগঞ্জের মানিক প্যালেস। পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন আফজাল হোসেন।

নতুন নাটক নিয়ে আফজাল হোসেন বলেন, 'প্রত্যেক ঈদে ছোটকাকু সিরিজ নিয়ে দর্শকদের জন্য একটি চমক থাকে। আসছে ঈদুল আযহায়ও সেই চমক থাকছে।'

তিনি আরও বলেন, 'সবসময়ই চেষ্টা করি নতুনত্ব আনতে এবং যত্ন নিয়ে সুন্দর কিছু করতে।'

মানিকগঞ্জের মানিক প্যালেস নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন- তানভীর হোসেন প্রবাল, দীপা, সোমা, আহনাফ, শানিতা।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago