একটি বিচ্ছেদের গল্প ‘ফিফটি লাখ’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন বছরের শুরুতে দর্শকদের জন্য উপহারস্বরূপ আসছে নাটক 'ফিফটি লাখ'।
নাটকে রবিন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সুমাইয়ার ভূমিকায় আছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, '৫০ লাখ টাকা নিয়ে গল্পটি। একটি ডিভোর্সকে কেন্দ্র করে করে এই নাটকের কাহিনী এগিয়ে যাবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালাতে নাটকটি প্রচার হবে। দর্শকদের জন্য এটি আমার উপহার।'
নাটকের চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনা করছেন রাশেদ রাব্বি। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ।
ইউটিউব চ্যানেল 'সিনেমাওয়ালা নাটক' নতুন বছরের শুরুতে দর্শকদের উপহার দেবে 'ফিফটি লাখ'।
Comments