ক্যারিয়ারের এক যুগে মেহজাবীন

ক্যারিয়ারের এক যুগ পার করলেন টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা মেহজাবীন। অভিনয় দিয়ে দর্শক মন জয় করে নেওয়া এই অভিনেত্রী দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনয় জীবনের শুরু, বর্তমান এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে।

শোবিজ ক্যারিয়ারে এক যুগ পার করলেন। পেছন ফিরে তাকালে কী মনে হয়?
সত্যি কথা বলতে, আমার ক্যারিয়ার এক যুগের হলেও সিরিয়াসভাবে এবং বেশ ভালো ভাবে অভিনয় শুরু করেছি ৬ থেকে ৭ বছর ধরে। শুরুতে ভেবেছিলাম মডেলিং করব। অভিনয়কে এতটা সিরিয়াসভাবে নেওয়ার ভাবনা শুরুতে ছিল না।
১২ বছর পেছনে ফিরে তাকালে কেবলই মনে হয়, প্রথম নাটকের শুটিংয়ে বেশ নার্ভাস ছিলাম। প্রথম নাটকের কোনো স্ক্রিপ্ট ছিল না, কিন্তু পরিচালক শতভাগ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
প্রথম নাটকে সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। তিনি অনেক বড় তারকা। তারপরও যে সহযোগিতা মাহফুজ ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম, তা সারাজীবন মনে থাকবে।
পেছনে ফিরে তাকালে মনে হয়, এতদূর আসতে পেরেছি সবার ভালোবাসায়। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার দর্শক পরিচালক, সহশিল্পী সবার কাছে কৃতজ্ঞ।

এই সময়ে এসে প্রত্যাশা কী?
আমি সব সময় চেষ্টা করি ভিন্ন গল্পে নিজেকে দেখতে। চরিত্রের সঙ্গে মিশে যেতে চেষ্টা করি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে কাজ করতে ভালো লাগে। একটা সময় ছিল শুধু পুরুষদের প্রাধান্য দিয়ে গল্প লেখা হতো। সেখান থেকে বের হয়ে এখন নারীদের নিয়ে গল্প তৈরি হচ্ছে। নারীরা সমাজের জন্য নানা শাখায় অবদান রাখছেন, তা নিয়ে গল্প হচ্ছে।
আমার চাওয়া—নারীদের সংগ্রামের গল্প নিয়ে বেশি বেশি নাটকের স্ক্রিপ্ট লেখা হোক। নারীদের অবদানের কথা সবাই জানুক নাটকের মধ্য দিয়ে। আমরা সেইসব গল্পে অভিনয় করতে চাই।

সম্প্রতি ওটিটিতে আপনার কাজ প্রশংসিত হয়েছে।
'রেডরাম' করেছি ওটিটির জন্য। বেশ সাড়া পড়েছে। চরকিতে প্রচার হয়েছে। অনেক প্রশংসা পাচ্ছি কাজটির জন্য। ওটিটির জন্য কাজ করতে চাই, কিন্তু এখানেও ভালো ভালো চরিত্র ও গল্প প্রাধান্য পাবে। একজন শিল্পীর কাজ অভিনয় করা। আমিও তাই চাই এবং ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

সংসার জীবনের কোনো পরিকল্পনা করেছেন?
আপাতত না। এখন ক্যারিয়ার নিয়ে থাকতে চাই। অভিনয় করে যেতে চাই। যখন কিছু হবে সবাই জানতে পারবেন। অভিনয়ে আরও অনেক দেওয়ার আছে। সেটা আগে দিতে চাই।
Comments