জীবনের ছায়া খুঁজে পাওয়ার গল্প

'নাটকের গল্পে মানুষের জীবনের ভালো-মন্দ ও উত্থান-পতন উঠে এসেছে। গ্রামীণ আবহে নির্মিত নাটকের মাধ্যমে এমনটিই বোঝাতে চেষ্টা করেছি।'
কথাগুলো বলছিলেন 'বউ দৌড়' নাটকের পরিচালক সামস করিম।
নতুন এই ধারাবাহিক নাটক আজ সোমবার থেকে বাংলাভিশনে দেখানো হবে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া।
পরিচালক সামস বলেন, 'নাটকে মানুষের জন্ম-মৃত্যু, সুখ-দুঃখ, হাসি-কান্না, ঝগড়া-বিবাদ, আত্মকলহ, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা, শত্রুতা উঠে এসেছে। জীবনের কোনো না কোনো অংশের ছায়া খুঁজে পাবেন এই নাটকের মাধ্যমে।'
মানস পাল রচিত এই নাটকে আরও অভিনয় করেছেন শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, সমাপ্তি মাশুক, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শহিদুল্লা সবুজ, রোদেলা মির্জাসহ অনেকেই।
Comments