টানা ৩৩ ঘণ্টায় শেষ হয় ‘ব্যাচেলরস কোরবানি’র শুটিং

টানা ৩৩ ঘণ্টায় দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র ঈদুল আজহার বিশেষ পর্বের শুটিং শেষ হয়েছে। গত ৫ দিন ধরে শুটিং চললেও শেষ ৩৩ ঘণ্টা পুরো টিম নিয়ে একটানা শুটিং করে।
ছবি: সংগৃহীত

টানা ৩৩ ঘণ্টায় দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'র ঈদুল আজহার বিশেষ পর্বের শুটিং শেষ হয়েছে। গত ৫ দিন ধরে শুটিং চললেও শেষ ৩৩ ঘণ্টা পুরো টিম নিয়ে একটানা শুটিং করে।

আসছে ঈদে 'ব্যাচেলরস কোরবানি' নাটকটি দেখতে পাবেন দর্শকরা। ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

নাটকটির পরিচালক কাজল আরিফিন অমি বলেন, 'এই নাটকে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে, কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে ইত্যাদি।'

ঈদুল ফিতরে 'ব্যাচেলরস রমজান' নাটকে দেখানো হয়েছিল রমজানে ব্যাচেলরদের নানান কর্মকাণ্ড। মাত্র ৬ দিনেই ১ কোটি ভিউ হয়েছিল নাটকটির।

ঈদের বিশেষ এই নাটকে অভিনয় করছেন- মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মাসহ অনেকে।

Comments