নাটক

প্রসেনজিৎ যে কারণে ফোন করেছেন আশফাক নিপুণকে

আশফাক নিপুণ নির্মিত ‘মহানগর’ ওয়েব সিরিজ দুই বাংলাতেই প্রশংসিত হচ্ছে। অনলাইন স্ট্রিমিং ‘হইচই’-এ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ নিয়ে দেশ-বিদেশের অনেকেই মতামত জানাচ্ছেন। কেউ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কেউ মুঠোফোনে।
প্রসেনজিৎ চ্যাটার্জি ও আশফাক নিপুণ। ছবি: সংগৃহীত

আশফাক নিপুণ নির্মিত ‘মহানগর’ ওয়েব সিরিজ দুই বাংলাতেই প্রশংসিত হচ্ছে। অনলাইন স্ট্রিমিং ‘হইচই’-এ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ নিয়ে দেশ-বিদেশের অনেকেই মতামত জানাচ্ছেন। কেউ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কেউ মুঠোফোনে।

সম্প্রতি ভারতের খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ‘মহানগর’ দেখে তার মতামত জানাতে ফোন করেছিলেন নির্মাতাকে। গতকাল রোববার নির্মাতাকে ফোন দিয়ে সিরিজটির কথা বলেন তিনি। নির্মাণের মুন্সিয়ানা ও অভিনেতাদের বিষয়ে মুগ্ধতা প্রকাশ করছেন প্রসেনজিৎ। এরপর কয়েক মিনিটের একটি অফিসিয়াল অডিও বার্তাও পাঠিয়েছেন এই অভিনেতা।

সেখানে তিনি বলেন, ‘আমি নিজে থেকেই ফোন করেছি আশফাক নিপুণকে। হইচই-এ আমি ‘মহানগর’ দেখেছি। অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। অভিভূত হয়ে গেছি। বাংলা ভাষায় অসম্ভব একটা ভালো কাজ হয়েছে বাংলাদেশ থেকে। এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে, করিমের (মোশাররফ করিম) অভিনয় আমি আগেও দেখেছি, ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। দুই বাংলার মধ্যে এমন একজন ভালো অভিনেতা আছেন এটা ভেবেও  আমি গর্বিত হচ্ছি। এখানে সবাই ভালো অভিনয় করেছে। সেই কারণে নিপুণের নম্বর সংগ্রহ করে নিজ থেকে ফোন দিয়েছি। দুই বাংলার মধ্যে এটা সেরা একটা সিরিজ হয়েছে। পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দায় জন্য খুব জলদি সিনেমা বানাবেন তিনি। সেটা বানালে তাকে দর্শক মনে রাখবে।’

গত ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারি মম, লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক।

গতকাল রোববার আশফাক নিপুণ তার ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে মহানগরের ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে তার সঙ্গে, যার পুরোটাই ছিল ‘মহানগর’ নিয়ে।’

‘এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। মহানগরের গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্সে উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কমছিল না! এটাও বললেন করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলায়ও আর দেখা যায় না।’

‘শিশুর মতো আগ্রহ নিয়ে মহানগরের শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তের কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’

তিনি আরও লিখেছেন, ‘ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন, আপনার সিনেমা বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

7h ago