প্রথমবারের মতো ওয়েব সিরিজে জাহিদ হাসান

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন। 'মাফিয়া' শিরোনামের সিরিজটির পরিচালনা করছেন শাহীন সুমন।
আজ বুধবার সকালে জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'দর্শকরা আমাকে নানা সময় নানা চরিত্রে দেখেছেন। এবার তারা একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন।'
ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, 'একজন অভিনেতা হিসেবে সব মাধ্যমে অভিনয় করা আমার কাজ। সহশিল্পীরা আগে থেকে ওয়েব সিরিজে কাজ শুরু করলেও আমি একটু সময় নিয়ে শুরু করলাম।'
তিনি আরও বলেন, 'আমার চাওয়া এমন সব চরিত্রে অভিনয় করা যা মানুষের মনে দাগ কেটে যাবে। আমার শিল্পী-জীবনকে সমৃদ্ধ করবে।'
সম্প্রতি, রাজধানীতে 'মাফিয়া'র শুটিং শুরু হয়েছে।
জাহিদ হাসান জানান, তার অভিনীত চরিত্রের নাম ননী ভাই। তিনি অন্ধকার জগতের মানুষ। ভালোবাসা ও অন্ধকার জগতের গল্পের সমন্বয় থাকছে ১৫০ পর্বের 'মাফিয়া'য়।
অভিনয় ছাড়াও জাহিদ হাসান নাট্য-পরিচালক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার পরিচালিত ধারাবাহিক নাটক 'পিছুটান' (বিটিভি) ও 'হুলস্থূল টিভি'র (আরটিভি) প্রচার কয়েকদিন আগে শেষ হয়েছে।
নতুন নাটক পরিচালনার বিষয়ে তিনি বলেন, 'নতুন কাজ শুরু করব। প্রস্তুতি নিচ্ছি। গল্প নিয়ে কাজ চলছে।'
১৯৯০ এর দশকের শুরুতে অভিনয় শুরু করেন জাহিদ হাসান। এক সময় নাট্যকেন্দ্র'র হয়ে নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেন। এর আলোচিত নাটক 'বিচ্ছু'তে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মঞ্চ থেকে তিনি পরে টিভি নাটক ও সিনেমায় অভিনয় করেন। টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের অবস্থান গড়ে তুলেছেন।
জাহিদ হাসান 'শ্রাবণ মেঘের দিন', 'হালদা', 'সাপলুডু'তে অভিনয় করে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
নতুন সিনেমার বিষয়ে তিনি বলেন, 'কথা চলছে নতুন সিনেমা নিয়ে। আমার মনের মতো হলে কাজ করব। নতুন সিনেমার গল্প-চরিত্র আমার কাছে প্রাধান্য পাবে।'
Comments