এপ্রিলে রণবীর-আলিয়ার বিয়ে?

বিদায়ী বছরে বলিউড ভক্তরা কিছু বড় তারকার বিয়ের সাক্ষী হয়েছেন। তবে, তারা এই মুহূর্তে তাকিয়ে আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের দিকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রণবীর ও আলিয়া চলতি বছরের এপ্রিলের বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে কাপুর ও ভাট পরিবারে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
অনেকের মতে, রণবীর-আলিয়া হয়তো রাজস্থানের রণথম্বোরে বিয়েতে বসবেন। কারণ দু'জন সেখানেই সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন এবং জায়গাটি তাদের খুব প্রিয়।
টাইমস অব ইন্ডিয়া এই খবর নিশ্চিত করতে ভাট পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু, তিনি প্রথমে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পরে অবশ্য বলেন, এই জল্পনার সত্যতা আছে।
তবে, টাইমস অব ইন্ডিয়া আরেকটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, রণবীর-আলিয়া এপ্রিলেই বিয়ের পরিকল্পনা করছেন।
Comments