এবার হত্যার হুমকি পেলেন ক্যাটরিনা-ভিকি

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি: ভিকির ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত
সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি: ভিকির ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

বলিউডে চলছে এক আতঙ্কজনক পরিস্থিতি। একের পর এক তারকাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সুপারস্টার সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নবদম্পতিকে হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ আরও জানিয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন ভিকি-ক্যাট।

২০২১ এর ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাট-ভিকি। ছবি: সংগৃহীত
২০২১ এর ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাট-ভিকি। ছবি: সংগৃহীত

সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ক্যাট নামে ভক্তদের কাছে পরিচিত ক্যাটরিনা তার জন্মদিন উদযাপন করতে সেখানে গিয়েছিলেন । সঙ্গে ভিকিও ছাড়াও ছিলেন তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। মালদ্বীপ থেকে ফেরার পর বেশ কিছু ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা।

সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনার ইনস্টাগ্রাম থেকে
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনার ইনস্টাগ্রাম থেকে

এরপরই তারা হত্যার হুমকি পান। তবে হুমকির বিস্তারিত জানা যায়নি।

কয়েকদিন আগে সালমান খানও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো।

তারপর তার পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

9h ago