সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবু ২০২০ সালের গালওয়ানে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের মারা যান। সিনেমাটি পরিচালনা করবেন শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা ও মিশন ইস্তানবুলের পরিচালক অপূর্ব লাখিয়া। এ বছরের জুলাইয়েন সিনেমাটির শুটিং শুরুর কথা আছে।
১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবু এমভিসির বাস্তব জীবনের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের সময় তিনি নিহত হন। তার গল্প শিব অরুর ও রাহুল সিংয়ের বই 'ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩'-এ লিপিবদ্ধ আছে।
'আই হ্যাড নেভার সিন সো ফিয়ান্ট ফাইটিং— দ্য গালওয়ান ক্ল্যাশ অব জুন ২০২০'-এর প্রথম অধ্যায়ের স্বত্ব কিনে নিয়েছেন পরিচালক। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের প্রত্যক্ষ বিবরণ এটি। চিন্তন গান্ধী ও চিন্তন শাহের সহযোগিতায় চিত্রনাট্য লিখেছেন সুরেশ নায়ার। সংলাপ লিখেছেন চিন্তন শাহ।
তিনি বলেন, 'সালমান গল্পটি পছন্দ করেছেন ও মে মাসের শেষ দিকে তার প্রস্তুতি শুরু করবেন। পানভেলে নিজের ফার্ম হাউসে ইতোমধ্যে শারীরিক প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।'
প্রযোজনার একটি ঘনিষ্ঠ সূত্র এর আগে নিশ্চিত করেছিল, সালমান খান তার পরবর্তী সিনেমার জন্য অপূর্ব লাখিয়ার সঙ্গে আলাপ করেছেন। সিনেমাটি ২০২৫ সালের জুলাইয়ে ফ্লোরে যাবে।'
Comments