গায়ে হলুদে ভিন্ন সাজে ক্যাটরিনা

বিয়ের ছবির পর এবার নিজেদের গায়ে হলুদের ছবিও প্রকাশ করেছেন বলিউড তারকা ভিকি ও ক্যাটরিনা কাইফ।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা-ভিকি ২ জনই হলুদের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'শোকর, সবর, খুশি' (কৃতজ্ঞতা, ধৈর্য, খুশি)।

প্রাণবন্ত এসব ছবিতে ভিকি-ক্যাটরিনার মুখে দেখা গেছে হাসির ঝলক। পরিবার ও বন্ধুদের নিয়ে তাদের আনন্দের মুহূর্তগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে।

হলুদের গতানুগতিক রঙের বাইরে গিয়ে ক্যাটরিনা বেছে নিয়েছেন নামকরা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা আইভরি রঙের লেহেঙ্গা। গায়ে জড়িয়েছেন সাদা ফুলের গয়না। সব মিলিয়ে গতানুগতিক কনেদের চেয়ে অনেকটাই আলাদা, স্নিগ্ধ লেগেছে তাকে।

ভিকিকে শুরুতে সাদা পোশাকে দেখা গেলেও, হলুদে মাখামাখি হওয়ার আগেই তা খুলে রাখেন তিনি।

রাজস্থানের সাওয়াই মাধোপুরের দুর্গে গত বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা ভিকি ও ক্যাটরিনা কাইফ। তার আগের দিন বুধবার সেখানেই অনুষ্ঠিত হয়েছে দুই তারকার গায়ে হলুদ।

Comments