জাহ্নবী এবং আমি উচ্চাভিলাষী: সারা

সারা আলি খান ও জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

সারা আলি খান এবং জাহ্নবী কাপুর দু'জনেই একই বছরে (২০১৮) অভিনেত্রী হিসেব চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কেদারনাথ দিয়ে সারা এবং ধড়ক দিয়ে জাহ্নবীর হিন্দি সিনেমায় অভিষেক হয়েছিল।

কাজের ক্ষেত্রে দু'জন প্রতিযোগী হলেও বাস্তব তাদের সম্পর্ক খুবই আন্তরিক। সারা ও জাহ্নবীর একসঙ্গে জিমে যাওয়া, একে অপরের সঙ্গে কাজ করা এবং এমনকি একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায়।

সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয় সারাকে।

জবাবে সারা বলেছেন, রাধিকা মদন হোক বা জাহ্নবী, আমি সত্যিই তাদের দু'জনকেই খুব পছন্দ করি। আমরা সবাই এক। অন স্ক্রিনে হয়তো আমাদের উপস্থিতি ভিন্ন। তবে, অনন্যা পান্ডে, রাধিকা, জাহ্নবী বা আমার আজ এখানে আসার কারণ হলো আমাদের সবারই কিছু না কিছু অফার আছে। আমরা এটা বিশ্বাস করি এবং একসঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

তিনি আরও বলেন, জাহ্নবী ও আমার মধ্যে মানুষের ধারণার চেয়ে বেশি মিল আছে। আমরা শুধু সেরা বন্ধু নই, আমাদের বন্ধুত্বের বৃত্ত বছরের পর বছর ধরে চলে আসছে। পরিশেষে, ক্যারিয়ার নিয়ে আমরা দু'জনেই উচ্চাভিলাষী। কিন্তু, আমরা মহামারির কারণে ক্যারিয়ারের দুই বছর হারিয়েছি।

Comments