বলিউডে সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা বলিউডের সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি বলিউডের প্রথম সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী- প্রথম হিন্দি সিনেমাতে স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। শিগগির আনুষ্ঠানিকভাবে সেটির ঘোষণা দেওয়া হবে। সামান্থার প্রথম হিন্দি সিনেমার নির্মাতারা বর্তমানে অন্যান্য কলাকুশলীদের চূড়ান্ত করতে ব্যস্ত আছেন। তবে, বিস্তারিত তথ্য আপাতত গোপন রাখা হয়েছে।
সামান্থা বলিউড চলচ্চিত্রে ক্যারিয়ারে মনোনিবেশ করতে মুম্বাইয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
'দ্য ফ্যামিলি ম্যান ২' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন সামান্থা। সম্প্রতি তেলেগুতে আরও একটি নারীকেন্দ্রিক সিনেমাতে স্বাক্ষর করেছেন সামান্থা। আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হতে পারে।
এ ছাড়াও, তেলেগুতে 'শকুন্তালাম' এবং তামিল ভাষায় 'কাথু ভাকুল্লা রেন্ডু কাধল' সিনেমার অভিনয়ে ব্যস্ত আছেন সামান্থা। 'শকুন্তালামে' কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
Comments