যা থাকছে ক্যাটরিনা-ভিকির বিয়েতে
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে আগামী মাসে। ৭ থেকে ৯ ডিসেম্বর ৩ দিনের বিয়ের অনুষ্ঠানিকতা উদযাপিত হবে রাজস্থানে।
ইতোমধ্যে রাজস্থানে ৪৫টি হোটেল অতিথিদের জন্য বুকিং দেওয়া হয়েছে। ২ তারকার বন্ধুবান্ধব ও পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন আয়োজনে।
আমন্ত্রণ তালিকায় রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান, করন জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টিসহ অনেকেই। বিয়েতে প্রায় ২০০ অতিথির উপস্থিতি থাকবে বলে জানা গেছে।
ভিকি-ক্যাটের বিয়ের জন্য বিশেষ মেহেদি রাজস্থানের পালি থেকে নেওয়া হয়েছে। হাতে তৈরি সেই বিশেষ মেহেদির দাম লাখ টাকা।
বিয়ের খাবার তালিকায় থাকছে পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান নানান পদের খাবার। মিষ্টান্নে রাজস্থানি মিষ্টি, কাজুর বরফি, ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুনের পাশাপাশি নানান ফলও থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, বিয়ের সংগীতানুষ্ঠানের দায়িত্বটা পড়েছে করন জোহর ও ফারহা খানের ওপর।
Comments