সপ্তমীর রাতে অঝরে কাঁদলেন কাজল

প্রায় দুবছর পরে পূজায় বাবার বাড়িতে গিয়ে আত্মীয়দের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বলিউড অভিনেত্রী কাজল। কাকা দেব মুখোপাধ্যায়ের কাঁধে মাথা রেখে অঝরে কেঁদেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
করোনা মহামারির কারণে গত বছর পূজায় অংশ নেননি কাজল। এ কারণে তার সঙ্গে কারও দেখা হয়নি। দুবছর পর বাবার বাড়ির আত্মীয়দের দেখে গতকাল সপ্তমীর রাতে নিজেকে আর সামলাতে পারেননি।
মুখোপাধ্যায় পরিবারের বড় মেয়ে কাজল প্রতি বছর বাবার বাড়িতে পূজা উদযাপন করেন।
Comments