সালমান খান যাদের ফলোয়ার
বলিউড সুপারস্টার সালমান খান ইনস্টাগ্রামে কাদের ফলো করেন সেই তথ্য সম্প্রতি জানা গেছে। তার ভাই আরবাজ খানের চ্যাট শো 'পিঞ্চ সিজন ২' তে এইসব প্রকাশ করেছেন তিনি।
সেই অনুষ্ঠানে জানা যায় ইনস্টাগ্রামে সালমান খানের চার কোটি ২২ লাখ ফলোয়ার আছে। আর তিনি ফলো করেন মাত্র ২৭ জনকে। তারমধ্যে রয়েছেন ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলায়ানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ, লুলিয়া ভানতুরসহ সালমানের পরিবারের সদস্যরা।
এদিকে 'রাধে' সিনেমার মুক্তির পর 'টাইগার থ্রি'- সিনেমার জন্য কঠোর শরীরচর্চা করছেন সালমান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পরিশ্রমের একটা ছবি প্রকাশ করেছেন বলিউডের ভাইজান খ্যাত নায়ক।
Comments