৪ বছর পর রণবীর কাপুর

চার বছর ধরে রণবীর কাপুরের কোনো সিনেমা মুক্তি পায়নি। সিনেমা মুক্তি না পেলেও তিনি এ সময় ব্যাক-টু-ব্যাক সিনেমাতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। করোনা মহামারি না থাকলে এতদিনে নিশ্চিতভাবে তার ব্রহ্মাস্ত্র বা শমশেরা আলোর মুখ দেখত।
তবে, ভক্তদের জন্য আশার খবর হলো অবশেষে রণবীরের নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা এবং স্টার কাস্ট শমশেরার মুক্তির তারিখ ঘোষণা করেছেন। রণবীর, বাণী এবং সঞ্জয় অভিনীত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২২ জুলাই।
বাণী কাপুর এ ঘোষণা দিয়ে লিখেছেন, অ্যাডভেঞ্চার শুরু হতে যাচ্ছে। এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত! আগামী ২২ জুলাই আপনার কাছাকাছি বড়পর্দায় যশরাজ ফিল্মের শমশেরা উপভোগ করুন।
২০২১ সালের সেপ্টেম্বরে শমশেরাতে রণবীরের প্রথম লুক প্রকাশিত হয়।
Comments